মাজহারুল ইসলাম বাপ্পি :
আগামী ৩০ ডিসেম্বর’ই বহুল আলোচিত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৭ ডিসেম্বর মহামান্য হাইকোর্ট নির্বাচন কমিশনকে গলিয়ারা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিতাদেশ দিলে নির্বাচনী সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে গত ২৩ ডিসেম্বর গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন প্রধান ৩০ ডিসেম্বর নির্বাচন চেয়ে হাইকোটে একটি রিট করে। জামাল প্রধানের রিটের প্রেক্ষিতে আগামী ৩০ ডিসেম্বর গলিয়ারা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্দেশ দেয় হাইকোট এবং পূর্বের রিটকারীদের আবেদন ইউনিয়ন পরিষদ নির্বাচন নীতি বহির্ভূত হওয়ায় আগামী ৩ মাসের জন্য স্থগিতাদেশ দেয় মহামান্য হাইকোর্ট। এ দিকে ঘোষিত তফসিল অনুযায়ী ২ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীরা মনোনয়ন জমা, বাছাই শেষে ১৩ ডিসেম্বর প্রতীক বরাদ্ধ দিয়েছেন উপজেলা রিটার্নিং অফিসার। ৩০ ডিসেম্বর’ই নির্বাচন হচ্ছে এমন খবরে মঙ্গলবার বিকেল থেকে দুই ইউনিয়নের প্রার্থী ও তাদের সমর্থকদের মাঝে পুনরায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত সকল প্রার্থীরা ভোটারদের ধারে ধারে ভোট চেয়ে তাদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন।