৩০ মে পর্যন্ত বেড়েছে সরকারি ছুটি

করোনাভাইরাসের বিস্তার রোধে আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে সরকারি ছুটি। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপ সচিব আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরো বলা হয়, শারীরিক দূরত্ব রেখে আদায় করতে হবে ঈদের নামাজ। ২১-২৭ মে চলবে না কোনো যানবাহন। তবে নিষেধাজ্ঞার বাইরে থাকবে জরুরি সেবা। এছাড়া ছুটিতে কর্মস্থল ত্যাগ করা যাবে না বলেও জানানো হয়।

এনিয়ে সাত দফায় ছুটি বেড়েছে। প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফায় বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। আরেক দফায় ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। সর্বশেষ এই ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!