আসিফ তরুণাভ।।
ইতিহাসবিদদের মতে ইতিহাস রচিত হয় ৫০ বছর পরে। সেই ইতিহাসের মাইল ফলক স্পর্শ করলো তৎকালীন বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর নোয়াখালী ও বৃহত্তর সিলেট জেলার (বর্তমানে বিভাগ) একমাত্র জাতীয় দৈনিক রূপসী বাংলা। আজ ৪ ফেব্রুয়ারি দৈনিক রূপসী বাংলা প্রতিষ্ঠার অর্ধশতাব্দি পূর্ণ করলো। এ এক মহাগৌরবময় মুহূর্ত। করোনা মহামারীতে গোটা বিশ্ব থমকে গেছে, তাই এই মরণঘাতী ব্যাধির বিষয়টি বিবেচনায় রেখে দৈনিক রূপসী বাংলার ৫০ বছর পূর্তি উপলক্ষটি কোন আয়োজন ছাড়াই পালিত হচ্ছে।
৫০ সংখ্যাটির বিশালতা এতো ব্যাপক যে সংক্ষেপে লিখে কিংবা বলে শেষ করা যাবে না। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির পাদপীঠ কুমিল্লাকে বলা হয় পথিকৃৎ। কুমিল্লার সাথে মিশে আছে জাতির গৌরবোজ্জল ইতিহাস। দেশের বৃহৎ জেলা গুলোর মধ্যে কুমিল্লা অন্যতম। কুমিল্লাসহ বৃহত্তর নোয়াখালী ও সিলেট জেলার (বর্তমান বিভাগ) গণমানুষের কথা বলার একমাত্র মাধ্যম ছিল এক সময় রূপসী বাংলা। হাঁটি হাঁটি পা পা করে পত্রিকাটি আজ অর্ধশতাব্দী পূর্ণ করে ৫১তম বর্ষে পদার্পণ করেছে।
এ ঐতিহাসিক শুভ লগ্নে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি দৈনিক রূপসী বাংলা’র প্রতিষ্ঠাতা কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও বহুমাত্রিক প্রতিভার অধিকারী অধ্যাপক আবদুল ওহাবকে। যার হাত ধরে ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি রূপসী বাংলা’র যাত্রা শুরু করেছিল। অর্ধশতাব্দী পূর্ণ করে ৫১তম বর্ষে পদার্পণের এই শুভলগ্নে দৈনিক রূপসী বাংলা’র পক্ষ থেকে শ্রদ্ধা জানাই তাঁদেরকে যাঁদের অবদান চীর স্মরণীয় হয়ে আছে দৈনিক রূপসী বাংলা পরিবারের কাছে এবং থাকবে অনন্তকাল।
কুমিল্লার সংবাদপত্র ও সাংবাদিকতার পথিকৃৎ দৈনিক রূপসী বাংলা’র পথচলা কখনো মসৃণ ছিল না। কন্টাকাকীর্ণ পথে দৈনিক রূপসী বাংলা পাড়ি দিয়েছে সুদীর্ঘ পথ। তারপরও পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে এ অঞ্চলের অগণিত পাঠকের ভালবাসায়। তাই তাঁদের প্রতি জানাই অকৃত্রিম ভালবাসা ও প্রাণঢালা শুভেচ্ছা। কৃতজ্ঞতা জানাই পত্রিকাটির এজেন্ট, হকার, বিজ্ঞাপন দাতা, শুভাকাঙ্খি ও সংশ্লিষ্ট সকলের প্রতি। মূলতঃ তাঁদের ভালবাসা ও সহযোগিতা ই দৈনিক রূপসী বাংলাকে এই সুদীর্ঘ পথ চলতে সাহস যুগিয়েছে। নানা প্রতিকূলতাও রূপসী বাংলা’র পথচলায় বাধা হয়ে দাঁড়াতে পাড়েনি। দৈনিক রূপসী বাংলা’র প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল ওহাব যে স্বপ্ন নিয়ে আজ থেকে ৫০ বছর আগে সংবাদ পত্র প্রকাশণার এক কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা চেষ্টা করছি তাঁর সেই স্বপ্ন পূরণে।
দৈনিক রূপসী বাংলা আজ এই ঐতিহাসিক ক্ষণে পৌছতে পেরেছে অধ্যাপক আবদুল ওহাবের অসীম সাহসী সিদ্ধান্তের কারণে। তাই আবারও কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা জানাই ক্ষণজন্মা এই ব্যক্তিকে। দৈনিক রূপসী বাংলা প্রতিষ্ঠা লগ্ন থেকে সততা ও আদর্শের পথকে পাথেও হিসেবে বিবেচনা করেছে,
এ ধারাবাহিকতা অব্যাহত আছে অদ্যবধি। পাঠকের মণিকোঠায় দৈনিক রূপসী বাংলা স্থান করে নিতে পেরেছে, গত ৫০ বছরে এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। যে বিশ্বাস ও ভালবাসা এ অঞ্চলের অগণিত পাঠক দৈনিক রূপসী বাংলা’র প্রতি দেখিয়েছে সেই ঋণ শোধ করার সামর্থ আমাদের নেই। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের পাঠকের বিশ্বাস, ভালবাসা ও আস্থার মর্যাদা দিতে। যে ভালবাসা দৈনিক রূপসী বাংলা’র প্রতি রয়েছে অগণিত পাঠকের, তা ধরে রাখতে পারলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দৈনিক রূপসী বাংলা’র পথচলা অব্যাহত থাকবে অনাদিকাল। প্রজন্ম থেকে প্রজন্মান্তরের কাছে দৈনিক রূপসী বাংলা ইতিহাস হয়ে থাকবে, ৫১তম বর্ষে পদার্পণের শুভ লগ্নে এটাই আমাদের একমাত্র প্রত্যাশা।