৬৬ লাখ টাকা নিয়ে উধাও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী দোকানি সাইফুল

কুবি প্রতিনিধি :

সুদের লোভ দেখিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন দক্ষিণ মোড়ের সাইফুল নামের এক দোকানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় মানুষের কাছ থেকে প্রায় ৬৬ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে সাইফুল্লাহ নামের ওই দোকানি দোকান না খোলায় স্থানীয় এলাকাবাসী প্রথমে তাকে কল দিলে নম্বর বন্ধ পায়। পরে পার্শ্ববর্তী ভাড়া বাসায় খোঁজ নিলে তার কোনো হাদিস পাওয়া যায়নি।

অভিযোগের ব্যাপারে অভিযুক্ত সাইফুল এবং তার ছোট ভাই সবুজের মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলে সংযোগ পাওয়া যায়নি।

দোকানদার সাইফুলের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালখাল ইউনিয়নের বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ মোড়ের একটা বাসায় সে ভাড়ায় থাকত৷

ভুক্তভোগীরা জানান, বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ মোড়ে সাইফুল নামের ওই দোকানি প্রায় এক বছর আগে দোকান ভাড়া নেয়। সেখানে চা এবং ফাস্টফুড বিক্রি করত। কিন্তু শুরু থেকেই সাইফুল এলাকার স্থানীয় মানুষ থেকে মাসিকপ্রতি লাখে ১০ হাজার টাকা করে সুদের লোভ দেখিয়ে মোটা অঙ্কে টাকা ধার নিতে থাকে। এর মধ্যে স্থানীয় ছত্তর মিয়া থেকে ৫ থেকে ৬ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১১ তম ব্যাচের মারুফ নামের এক শিক্ষার্থী থেকে ১০ লাখ ৫০ হাজার টাকা, ইউসুফ নামের এক কর্মচারী থেকে ৬০ হাজার টাকাসহ বিভিন্ন মানুষ থেকে প্রায় ৬৫ থেকে ৬৬ লাখ টাকা ধার নেয়।

এ ছাড়া বিভিন্ন শিক্ষার্থী থেকে ১ লাখ, ৫০ হাজার, ৩৫ হাজার, ১০ হাজার, ২০ হাজার টাকা করে বিভিন্ন পরিমাণ টাকা ধার নেয়। কিন্তু দীর্ঘদিন পার হলেও অভিযুক্ত সাইফুল সুদ কিংবা ধারকৃত টাকা পরিশোধ না করে হঠাৎ করে গত মঙ্গলবার পালিয়ে যায়।

ঘটনার পরে তার ভাড়া বাসায় গেলে সেখানে দুটি শোয়ার খাট এবং বেড ছাড়া তেমন কিছু পাওয়া যায়নি এবং ভাড়া দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে সেখানে তেমন কোনো পণ্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা এখন পর্যন্ত তেমন কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি পুলিশ প্রশাসন দেখার কথা। তবে যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও ভুক্তভোগী সেক্ষেত্রে শিক্ষার্থীরা কোনো সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব।’

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!