বস্তুনিষ্ঠ ঘটনা নয়,সবাই পক্ষে সংবাদ চায়

অনলাইন ডেস্ক।।

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষে গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হতে দেখা গেছেন দু’পক্ষকেই। সোমবার দিবাগত রাতে শুরু হওয়া এ সংঘর্ষের প্রথম দফায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাতে নাজেহাল হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। তখন গণমাধ্যমকর্মীদের ওপর সেভাবে চড়াও না হলেও সময় গড়ানোর সাথে সাথে ছাত্রদের ছাপিয়ে যান ব্যবসায়ীরা।

মঙ্গলবার দিনভর তথ্য সংগ্রহে ঘটনাস্থলে যাওয়া গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করেন দোকান মালিক ও কর্মচারীরা। তারা একাধিক বেসরকারি টেলিভিশনের রিপোর্টার, ভিডিও জার্নালিস্ট, অনলাইন ও পত্রিকার সংবাদকর্মীদের আহত করেছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের মাথায় আঘাত করা হয়েছে।

হামলার সময় প্রায় সবপক্ষের অভিযোগ, সংবাদকর্মীরা তাদের পক্ষে সংবাদ করছেন না। যদিও সংবাদকর্মীদের দায় কারো পক্ষ নেয়া নয়, বরং ঘটনা বস্তুনিষ্ঠভাবে মানুষের কাছে তুলে ধরা। সংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিজেসি)।

সংবাদকর্মীদের এসব সংগঠন পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে। সংগঠনগুলোর বিবৃতিতে বলা হয়েছে, পেশাগত দায়িত্ব পালনকালে যারা সাংবাদিকদের ওপর হামলা চালায়, তারা যেই হোক না কেন তাদের পরিচয় তারা সন্ত্রাসী। অতীতে বিভিন্ন সময়ে এভাবে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে। সেসব হামলাকারী সন্ত্রাসীরা বিভিন্ন মহলের মদদে পার পেয়ে যাওয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে।

নিউমার্কেট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার আহত সাংবাদিকদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিও জানানো হয়।

প্রসঙ্গত, সোমবার রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষ থামাতে ২০-২৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!