কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় বাজারের ব্যাগে ভরে ফেনসিডিল পাচারকালে খোকন খান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৭৫ বোতল ফেনসিডিল, নগদ টাকা ও মোবাইলফোন উদ্ধার করা হয়।
গ্রেফতার খোকন খান কুমিল্লা নগরীর উত্তর চর্থা এলাকার এরশাদ খানের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা কোতয়ালী থানার নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের ব্যাগে করে ফেনসিডিল পাচারকালে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ওই মাদক ব্যবসায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা শহরের বিভিন্নস্থানে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে।
বিডি-প্রতিদিন