শিরোনাম :
সদর দক্ষিণের লালমতিতে অসহায় এক পরিবারের বসতঘর পুড়ে ছাই
- তারিখ : ১১:০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
- / 1043
সদর দক্ষিণ প্রতিনিধি :
কুমিল্লা সদর দক্ষিণের লালমতিতে ভয়াভয় অগ্নিকান্ডে অসহায় এক পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ওই পরিবারের লোকজন বর্তমানে খোলা আকাশের নিচে দিনাতিপাত করছেন।
জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের লালমতি গ্রামের অসহায় কবির হোসেন এর বসতঘরে সোমবার দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে প্রায় ছয় লক্ষ টাকার ক্ষতি হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় সদর দক্ষিণ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ওই পরিবারের লোকজন বর্তমানে খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে। ক্ষতিগ্রস্থ অসহায় এ পরিবারের সহযোগিতায় সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার ও উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন এর সুদৃষ্টি কামনা করেন স্থানীয়রা।