সদর দক্ষিণে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

মাজহারুল ইসলাম বাপ্পি :

কুমিল্লা সদর দক্ষিণে ইউএনও’র হস্তক্ষেপে ডিজিটাল বাল্য বিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির ছাত্রী মিনা আক্তার (১৬)। বাল্য বিয়ের দায়ে মেয়ের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা ও ইমামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জানা যায়, শুক্রবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের শোভানগর গ্রামের আবু হানিফ মিয়ার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মিনা আক্তার কে (ছদ্মনাম) ডিজিটাল পদ্ধতিতে ভিডিও কলের মাধ্যমে বাল্য বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিষ ঘোষ ওই বাড়িতে অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ করে।

বাল্য বিয়ের দায়ে তাৎক্ষণিক মেয়ের বাবা আবু হানিফ কে ৫০ হাজার টাকা জরিমানা এবং বাল্য বিয়ে পড়াতে আসা ইমামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিষ ঘোষ।

এ ব্যাপারে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিষ ঘোষ বলেন, বাল্য বিয়ের বিরুদ্ধে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন জিরো টলারেন্সে রয়েছে। বাল্য বিয়ের সাথে জড়িত অভিভাবক, কাজী,ইমাম,মেম্বার,চেয়ারম্যান সহ কাউকে ছাড় দেয়া হবে না। সর্বোপরি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা হবে বাল্য বিয়ে মুক্ত উপজেলা।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!