- আপডেটঃ January, 15, 2021, 11:04 pm
- 311 ভিউ
মো. জাকির হোসেন।।
কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯শত ২৫ পিস ইয়াবা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১৫ জানুয়ারী) ভোর রাতে কংশনগর গ্রাম থেকে মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবা ও ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। এ সময়ে তার নিকট থেকে ১ হাজার ৯ শত ২৫ পিস ইয়াবা ও ৫০ বোতল ফেন্সিডিলউদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো জেলার বুড়িচং থানার কংশনগর গ্রামের মৃত আব্দুল বারেক (মেম্বার) এর ছেলে মোঃ আবুল খায়ের (৫৫)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে র্যাব জানান।
আরো পড়ুন....