সদর দক্ষিণে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক।।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ৫০ বার তোপধ্বনি ও শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সূচনা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সদর দক্ষিণ উপজেলা পরিষদ, সদর দক্ষিণ উপজেলা প্রশাসন,সদর দক্ষিণ মডেল থানা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ,উপজেলা যুবলীগ,

সামাজিক সংগঠন কুমিল্লা ন্যাশনাল ক্লাব,কুমিল্লা পল্লী বিদ্যুতায়ন বোর্ড,সদর দক্ষিণ ফায়ার সার্ভিস,সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ও উপজেলা সরকারি কর্মচারী সমিতি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার,সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান,সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি ও কুমিল্লা এসডি নিউজ সম্পাদক হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার।

উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান, ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল করিম,সদর দক্ষিণ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মহিউদ্দিন মজুমদার,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোমা,সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা মিজান মাস্টার,সদর দক্ষিণ উপজেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম স্বপন,সিরাজুল ইসলাম লিটন, সামাজিক সংগঠন কুমিল্লা ন্যাশনাল ক্লাবের আহবায়ক মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক এনএইচ সুমন, তুহিন,গোলাম রাব্বি প্রমুখ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!