০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুয়াগাজীর ভাটপাড়ায় যুবলীগ কর্মী নাদিমকে কুপিয়ে হত্যা

  • তারিখ : ১২:৪২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
  • / 4520

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ভাটপাড়া এলাকায় নাদিম (৩১) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। হামলায় নাদিমের স্ত্রী,ভাই ও বাবা গুরুতর আহত হয়। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সূত্রে জানা যায়,কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের সুয়াগাজী এলাকায় আধিপত্যের জের ধরে কিছুদিন যাবত স্থানীয় দু’গ্রুপের মাঝে দ্বন্ধ চলে আসছে। এরই মধ্যে দু’দিন পূর্বে ভাটপাড়ায় ফারুকের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায় র‍্যাব।

প্রতিপক্ষের ধারণা নাদিমের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালিয়েছে র‍্যাব। এ নিয়ে দু’দিন পূর্বে উভয় পক্ষের মধ্যে ঝগড়াও হয়। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার উভয়ে পৃথক পৃথক অভিযোগও দায়ের করে।

নিহতের নাদিমের স্বজনরা জানায়, এরই জের ধরে শুক্রবার (২৬ মার্চ) সকাল নয়টায় স্থানীয় ফারুক, রিপন, খোকা, বেলাল, রানা তাদের দলবল নিয়ে ভাটপাড়ায় নাদিমের বাড়িতে গিয়ে তাকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। গুরুতর আহত অবস্থায় নাদিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হলে সকাল দশটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাদিমের স্ত্রী আমেনা বেগম,ভাই রাসেল ও বাবা ইদু মিয়াও হামলায় গুরুতর আহত হয়ে কুমেক এ ভর্তি রয়েছে।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, এ ঘটনায় মন্নান নামের একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

** এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । **

শেয়ার করুন

সুয়াগাজীর ভাটপাড়ায় যুবলীগ কর্মী নাদিমকে কুপিয়ে হত্যা

তারিখ : ১২:৪২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ভাটপাড়া এলাকায় নাদিম (৩১) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। হামলায় নাদিমের স্ত্রী,ভাই ও বাবা গুরুতর আহত হয়। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সূত্রে জানা যায়,কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের সুয়াগাজী এলাকায় আধিপত্যের জের ধরে কিছুদিন যাবত স্থানীয় দু’গ্রুপের মাঝে দ্বন্ধ চলে আসছে। এরই মধ্যে দু’দিন পূর্বে ভাটপাড়ায় ফারুকের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায় র‍্যাব।

প্রতিপক্ষের ধারণা নাদিমের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালিয়েছে র‍্যাব। এ নিয়ে দু’দিন পূর্বে উভয় পক্ষের মধ্যে ঝগড়াও হয়। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার উভয়ে পৃথক পৃথক অভিযোগও দায়ের করে।

নিহতের নাদিমের স্বজনরা জানায়, এরই জের ধরে শুক্রবার (২৬ মার্চ) সকাল নয়টায় স্থানীয় ফারুক, রিপন, খোকা, বেলাল, রানা তাদের দলবল নিয়ে ভাটপাড়ায় নাদিমের বাড়িতে গিয়ে তাকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। গুরুতর আহত অবস্থায় নাদিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হলে সকাল দশটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাদিমের স্ত্রী আমেনা বেগম,ভাই রাসেল ও বাবা ইদু মিয়াও হামলায় গুরুতর আহত হয়ে কুমেক এ ভর্তি রয়েছে।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, এ ঘটনায় মন্নান নামের একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

** এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । **