মোস্তাকিমুল নাফিস :
কুমিল্লা সদর দক্ষিণের ইউএনও শুভাশিস ঘোষ এর হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল পনের বছর বয়সী মিনা আক্তার (ছদ্মনাম)। শুক্রবার দুপুরে এ বাল্য বিয়ে বন্ধ করা হয়।
জানা যায়, নগরীর ২৫ নং ওয়ার্ডের ডুমুরিয়ায় অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে পার্শ্ববর্তী এক প্রবাসীর সাথে বাল্য বিয়ে দিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার জুম্মা নামাজের আগ মুহূর্তে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ ওই বাড়িতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেয়।
মেয়ের বয়স আঠারো না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলেও মুচলেকা দেয় অপ্রাপ্ত বয়স্ক ওই মেয়ের অভিভাবক। বাল্য বিয়ে রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ।
এ সময় ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ এমদাদ উল্লা উপস্থিত ছিলেন।