- আপডেটঃ July, 13, 2021, 8:06 pm
- 292 ভিউ
মোঃ জাকির হোসেন :
বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আপনাদের পাশে সারা জীবন থাকতে চাই। আমি আপনাদের হাসেম ভাই এমপি হিসেবে নয়, সেবক হিসেবে আপনাদের সুখ দুখে’র ভার নিতে চাই।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণপাড়া সিদলাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মহামারি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরনকালে প্রধান অথিথির বক্তব্য এই কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, প্রয়াত নেতা এডভোকেট আবদুল মতিন খসরু এমপির আমাদের মাঝে স্মরনীয় হয়ে থাকবে। তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে আমি বুড়িচং ব্রাহ্মণপাড়া মানুষের ভালোবাসায় এগিয়ে যেতে চাই। সিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাোহাম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যহ্ম নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিউদ্দিন মুবিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট রেজাউল করিম,
সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, কৃষকলীগের নেতা মিজানুর রহমান, সিদলাই ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আবল বাসার কাঞ্চন, কেপ্টেন (মেরিন) জিয়াউল হাসান মাহমুদ, গিয়াস উদ্দিন ডাক্তার, জয়নাল হোসেন জানু, অধ্যহ্ম মহিউদ্দিন লিটন, অধ্যহ্ম আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার বাছির খান, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, বিআরডিবি চেয়ারম্যান শরীফুল ইসলাম, এডভোকেট আবুল হোসেন জুয়েল,
এডভোকেট মাহববুবুর রহমান, মতিউর রহমান, প্রধান শিহ্মক মমিনুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলার আওয়ামী যুবলীগ নেতা আলাউদ্দিন রিপন, মশিউল আলম সোহাগ, আবু কালাম এরশাদ , ছাত্রলীগের আহ্বায়ক জাহিদুল হাছান পলাশ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাছান শরীফ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মিশন, আলমগীর হোসেন প্রমুখ।
এ সময় প্রধান অতিথি এডভোকেট আবুল হাসেম খান। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আয়োজনে সরবরাহকৃত সিদলাই,ইউনিয়ন পরিষদ ২৫০ জন অসহায় ও গরীবদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরন করেন।
আরো পড়ুন....