এসডি নিউজ ডেস্ক:
কুমিল্লা সদর দক্ষিণের উত্তর রামপুরস্থ মেসার্স সোহেল ট্রেডার্স এর সত্তাধিকারী সোহেল রানার মালিকানাধীন ড্রাম ট্রাক চুরি হওয়ার দুই সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও কোন প্রকার সন্ধান মিলেনি। গাড়ি চুরির ঘটনায় মালিক সোহেল রানা গত ৩১ ডিসেম্বর কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৪১।
জানা যায়, প্রতিদিনের ন্যায় গত আঠাশ ডিসেম্বর রাতেও ব্যবসায়ী সোহেল রানার মালিকানাধীন ড্রাম ট্রাকটি (আইশার হাইড্রোলিক মডেল -১০৮০ ,ঢাকা মেট্রো-ঢ-১২-২৩২০) সদর দক্ষিণ উপজেলাধীন বিজয়পুর উত্তর বাজার চালক ফারুক এর বাড়ির সামনের রাস্তার পাশে রাখা ছিল। পরদিন সকালে চালক গাড়ি দেখতে না পেয়ে বিষয়টি মালিককে অবগত করে। বহু খোঁজাখুজির পর গাড়িটি না পেয়ে সোহেল রানা বাদি হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে ড্রাম ট্রাকের মালিক সোহেল রানা জানান, বহু কষ্ট করে কিস্তিতে ড্রাম ট্রাকটি কিনেছি। ক্রয়কৃত মূল্যের অধিকাংশ টাকা এখনো কোম্পানী পাওনা রয়েছে। দিশেহারা হয়ে চারদিকে খুঁজে বেড়াচ্ছি।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সদর দক্ষিণ মডেল থানার এসআই আক্তার জানান, রাজধানী ঢাকা,যশোর,বাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জায়গায় চুরি হওয়া ড্রাম ট্রাকটির খোঁজে গিয়েছি। চুরির রহস্য উদঘাটনে আন্তরিকতার সাথে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ কাজ করে যাচ্ছে।