কুমিল্লায় অটোরিকশাচালকের আত্মহত্যা

কুমিল্লার বরুড়ায় রইজ উল্লাহ (৩৫) নামে এক অটোরিকশাচালক আত্মহত্যা করেছেন। রইজ উপজেলার আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামের নঈমউদ্দীনের বাড়ির মমতাজ মিয়ার ছেলে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, রোববার সকালে নিজ বসতঘরে গিয়ে রইজের স্ত্রী তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখেন। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। দুই ছেলে, এক মেয়ে এবং পরিবারসহ গ্রামেই থাকতেন রইজ।

স্থানীয় মেম্বার হাতেম মিয়া বলেন, শনিবার তার স্ত্রী ও বাবা-মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়েছে বলে শুনেছি।

স্থানীয় চেয়ারম্যান আবদুল করিম বলেন, আমরা সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।

বরুড়া থানার উপ-পরিদর্শক মো. রাশেদ বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। শুনেছি স্ত্রী ও বাবা-মায়ের সঙ্গে তার কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। এ কারণেই হয়তো তিনি আত্মহত্যা করেছেন। তবে এখনও নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না। তদন্ত চলছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!