সদর দক্ষিণে কুমিল্লা মুক্ত দিবসের র্যালি ও আলোচনা অনুষ্ঠিত
- তারিখ : ১০:২৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / 375
সদর দক্ষিণ প্রতিনিধি :
কুমিল্লা হানাদার মুক্ত দিবস উপলক্ষে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে বুধবার (৮ ডিসেম্বর) বিকালে সুয়াগঞ্জ টি.এ হাই স্কুল এন্ড কলেজে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই পড়া উৎসব এর আয়োজন করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বাবুল মিয়া, সুয়াগঞ্জ টি.এ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক চৌধুরী, ইউএনও’র পিএ তোফায়েল আহমেদ, সদর দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগ সদস্য খন্দকার ফরিদা ইয়াসমিন সহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









