অলির বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন
- তারিখ : ০৭:৫৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / 645
নিজস্ব প্রতিবেদক।।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড অলির বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার অলির বাজারে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। ভার্চুয়ালী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা ও সিইও জাফর আলম।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ এর এডিপি শাখা ব্যবস্থাপক ইসমাইল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা রফিকুল হাসান মজুমদার, সমাজ সেবক রফিকুল হাসান, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সদস্য রুহুল আমিন মজুমদার, ১নং ওয়ার্ড মেম্বার দুদু মিয়া,
চৌয়ারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাসরুল হাসান মজুমদার, সাধারণ সম্পাদক সবুজ, বিশিষ্ট সমাজসেবক শাহজাহান, অলির বাজার সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাহজালাল, সমাজসেবক রুবেল হাসান রকি। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মাওলানা ইলিয়াস।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ লাকসাম রোড শাখার অফিসার শিমুল চৌধুরী ও দেলোয়ার হোসেন মজুমদার রনি এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এজেন্ট অফিসার আরাফাত হোসাইন তানিম, মাজহারুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।