সদর দক্ষিণে মাদকসহ গ্রেফতারকৃতদের স্বেচ্ছাসেবকলীগ থেকে বহিষ্কার

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় মনোহরগঞ্জে আওয়ামী সেচ্ছাসেবক লীগের চার নেতা মাদকদ্রব্যসহ গ্রেফতার হওয়ার পর দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৫ মার্চ) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আরিফুল হাসান খান বাপ্পী বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন, মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ওরফে সুমন, উত্তর হাওলা ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হালিম ওরফে অভি, যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন ও সদস্য মো. শামীম।

আরিফুল হাসান খান বাপ্পী জানান, বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে মাদকদ্রব্য নিয়ে তারা চারজন গ্রেফতার হন। পরে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে তাদেরকে শুক্রবার (৪ মার্চ) অব্যাহতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালায়। এ সময় মনোহরগঞ্জগামী একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!