প্রেস বিজ্ঞপ্তি।।
সয়াবিন তেলসহ অন্যান্য পণ্যের অবৈধ মূল্যবৃদ্ধি প্রতিরোধে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রহমান।
উক্ত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৩ টি মামলায় ২ দোকানের মালিক ও ১টি বেকারির মালিককে মোট ২৩,০০০/ টাকা জরিমানা করা হয় এবং ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
ছদ্মবেশে ২টি দোকান হতে বোতলজাত সয়াবিন তেল ক্রয় করানো হয়। এতে বোতলের গায়ের মূল্য হতে বেশি মূল্য রাখে।