২২ মামলার আসামি ব্রাজিল গ্রেফতার

বগুড়ায় অভিযান চালিয়ে ২২ মামলার আসামি মো. ব্রাজিলকে (৩২) গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।

সোমবার (২১শে মার্চ) রাতে শহরের বকশীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়ার পালশা চৌকিরপাড়া দক্ষিণ গোদাপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে ব্রাজিল (৩২)। মঙ্গলবার (২২শে মার্চ) ব্রাজিলকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ব্রাজিলকে জিজ্ঞাসাবাদের পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোর রাতে পলাশ ব্রিজ এলাকায় মাটির নিজ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ব্রাজিলের বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, এসিড সন্ত্রাসসহ ২২টি বিচারাধীন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রাজিল এতগুলো মামলায় জামিনে ছিলেন কি না জানতে চাইলে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন, ‘এতগুলো মামলায় তিনি জামিনে ছিলেন না, পলাতক ছিলেন। তার মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।’

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!