কুমিল্লায় মাদক কারবারির গুলিতে সাংবাদিক নিহত

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচংয়ের শঙ্কুচাইল সীমান্তে মাদক কারবারির গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নামের এক সাংবাদিক নিহত হয়েছে। কুমিল্লা বুড়িচং শঙ্কুচাইল সীমান্তে কুমিল্লার শীর্ষ চোরাকারবারি রাজু গং এর এলোপাতাড়ি গুলিতে সাংবাদিক মহিউদ্দিন সরকার ভাই নিহত হয়।

জানা যায়,মহিউদ্দিন সরকার নাঈম এক সময়ে আনন্দ টিভির বি পাড়া প্রতিনিধি ছিলেন ও স্থানীয় পত্রিকায় দৈনিক ডাক প্রতিদিন কাজ করতেন। সম্প্রতি সময়ে সে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সিপাহী হিসেবে চাকুরী হয়েছে বলে জানা গেছে।

তার পিতা ব্রাম্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় এসআই হিসেবে কর্মরত আছেন বলে জানাযায়।

সূত্রে জানায়,কুমিল্লার বুড়িচং শঙ্কুচাইল সীমান্তে কুমিল্লার শীর্ষ চোরাকারবারি রাজু গং এর এলোপাতাড়ি গুলিতে সাংবাদিক মহিউদ্দিন সরকার নিহত হয়েছে। আজ রাতে সীমান্তে মাদক ও চোরাকারবারির তথ্য সংগ্রহ করার জেরে এলোপাতাড়ি গুলিতে সাংবাদিক মহিউদ্দিন গুলিবিদ্ধ হন।

পুলিশ সাংবাদিক মহিউদ্দিন লাশ উদ্বার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সাথে জড়িত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ।

এক বিবৃতিতে বিএমএসএফের ট্টাস্টি বোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান হত্যা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!