সদর দক্ষিণে নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ
- তারিখ : ০৯:২৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / 1249
সদর দক্ষিণ প্রতিনিধি :
বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প আয়বর্ধন মূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের নিবন্ধিত ২০জন জেলে’র মাঝে সেলাই মেশিন ও ইলেক্ট্রিক ইস্ত্রি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল। সদর দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা শায়লা শারমিন এর সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ,আবুল কালাম আজাদ সোহাগ,হাসমত উল্লা,জামাল প্রধান,ওবায়েদুর রহমান,কৃষি সম্প্রসারন কর্মকর্তা আউলিয়া খাতুন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সহ-প্রচার সম্পাদক হাজী আব্দুল মমিন যুবলীগ নেতা মমিনুল ইসলাম লিটন,জাফর আহম্মেদ,উপজেলা মৎস্য অফিসের কাজী সাইফুল ইসলাম এফএ প্রমুখ।