কুমিল্লার জয়মঙ্গলপুরে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার চৌদ্দগ্রামে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আগুনে পুড়ে মো. ইব্রাহিম খলিল (৪) নামের বছরের শিশু নিহত হয়েছে। রোববার(৫মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামে ঘটনা ঘটে।নিহত ইব্রাহিম খলিল উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের মো. সালেহ আহম্মেদের ছেলে।

সোমবার(৬মার্চ) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শুভ রঞ্জন চাকমা।

স্থানীয় ইউপি সদস্য লুৎফুর রহমান জানান, রোববার সন্ধ্যায় সালেহ আহমেদের টিনের ঘরে থাকা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ ঘটে। এ সময় ঘরে আগুন লেগে যায়। আগুন দেখে শিশু ইব্রাহিম ভয়ে ঘরে খাটের নিচে লুকিয়ে থাকে।

খবর পেয়ে পাশে সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ইব্রাহীম দগ্ধ হয়ে মারা যায়।

চৌয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মীর মোহাম্মদ মারুফ বলেন, ‘ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। পরে খাটের নিচ থেকে পুড়ে যাওয়া শিশুটির মরদেহ উদ্ধার করি।’বসত ঘর ও ঘরে থাকা আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল পুড়ে যায় এতে প্রায় ১০লক্ষ টাকা ক্ষতি হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জণ চাকমা বলেন, আগুনে শিশুটি মারা যাওয়ার ঘটনাটি শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠাই। আইনি প্রক্রিয়া শেষে শিশুর ইব্রাহিমের মরাদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!