১২:০৫ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা সদর দক্ষিণে যুবকের লাশ উদ্ধার

  • তারিখ : ১১:২৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 1025

মাজহারুল ইসলাম বাপ্পি :

কুমিল্লা সদর দক্ষিণে টিপু সুলতান (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারী) রাত ৮ টায় উপজেলার বারপাড়া ইউনিয়নের মোহনপুর থেকে লাশটি উদ্ধার করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। সে একই উপজেলার গাবতলী গ্রামের দেলু মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজের একদিন পর মোহনপুর গ্রামের কামাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া রূপা আক্তার ঘরে টিপু সুলতানের লাশ পড়ে থাকার খবর পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টিপু সুলতানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবার। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

শেয়ার করুন

কুমিল্লা সদর দক্ষিণে যুবকের লাশ উদ্ধার

তারিখ : ১১:২৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

মাজহারুল ইসলাম বাপ্পি :

কুমিল্লা সদর দক্ষিণে টিপু সুলতান (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারী) রাত ৮ টায় উপজেলার বারপাড়া ইউনিয়নের মোহনপুর থেকে লাশটি উদ্ধার করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। সে একই উপজেলার গাবতলী গ্রামের দেলু মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজের একদিন পর মোহনপুর গ্রামের কামাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া রূপা আক্তার ঘরে টিপু সুলতানের লাশ পড়ে থাকার খবর পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টিপু সুলতানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবার। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।