অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই দেশ-ডাঃ শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ আমাদের ভালোবাসার দেশ। অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই দেশ। বিশ্বের বিভিন্ন জাতি মাত্র একবার স্বাধীন হয়। আমরা যে কতবার স্বাধীন হতে হবে তা একমাত্র আল্লাহ’ই ভালো জানেন। ৭১ সালে স্বাধীন হয়েছি, ২৪ শে আবার স্বাধীন হওয়ার কথা বলছি। এদেশের জন্য জাতির অনেক ত্যাগ। তারপরও মানুষ আস্থা হারাচ্ছে। বাংলাদেশের মানুষের আবেগকে সস্তা পুজি করে যারা বারবার ক্ষমতায় যায়। তারা বারবার এদেশের মানুষকে ধোকা দেয়। এই জায়গাটা ভালো না হওয়া পর্যন্ত দেশ ভালো হবে না। আল কুরআনের আদর্শকে বুকে লালন করে দেশের এই জমিনকে ভালো করতে হবে। বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসাবে গড়ে তুলতে হবে। এইজন্য জামায়াতের এই প্রচেষ্টাকে আরো জোরদার করতে হবে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে পথ সভায় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মোসলেহ উদ্দিন, সেক্রেটারি মাহাবুবুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির আহমেদ মোল্লা, মহানগর কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন, লুৎফর রহমান খান মাসুম, অধ্যাপক শহিদুল ইসলাম, মহানগর ছাত্রশিবির সভাপতি হাসান আহমেদ, ছাত্রশিবির নেতা শাহাদাত হোসাইন, ২২নং ওয়ার্ড জামায়াত আমীর আবুল কালাম, বিজয়পুর ইউনিয়ন আমীর মুমিনুল ইসলাম মজুমদার, ২২নং ওয়ার্ড জামায়াতের নায়াবে আমীর মাহে আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ২২নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম রাসেল।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
error: ধন্যবাদ!