শিরোনাম :
মেয়র সাক্কুর শাশুড়ির আত্নার মাগফিরাত কামনায় সিটি দক্ষিণ অফিসে কুরআন খতম ও দোয়া
- তারিখ : ১২:৪৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / 644
সদর দক্ষিণ প্রতিনিধি :
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর শাশুড়ি আত্নার মাগফিরাত কামনা করে বৃহস্পতিবার সিটি কর্পোরেশন দক্ষিণ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে কুরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে। ৪০জন কুরআনে হাফেজ দ্বারা এ কুরআন খতম এর আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহআলম মজুমদার, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ এমদাদ উল্লাহ,কুমিল্লা সিটি কর্পোরেশনের কর নির্ধারণ কর্মকর্তা মো: ইকবাল হোসেন ভূঁইয়া। দোয়া পরিচালনা করেন কুমিল্লা জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মুফতি ইয়াকুব আলী। এ সময় সিটি কর্পোরেশনের কর আদায়কারী শাহাদাত হোসেন, লাইসেন্স পরিদর্শক রবিউল ইসলাম চৌধুরী, ষ্টোর কিপার আনিছুজ্জামান বকশি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।