ডাক্তারের চেয়ারে বিড়াল!

বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শা (বুরুজ বাগান) উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে ডাক্তারের চেয়ারে বিড়াল বসে আছে-এমন ছবি যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। স্থানীয় এক সংবাদকর্মী ছবিটি তুলে ফেসবুকে আপলোড করেন। ছবিতে দেখা যায় আয়েশি ভঙ্গিতে বিড়ালটি জরুরি বিভাগের চেয়ারে বসে আছে। ছবিতে জরুরি বিভাগ কিংবা তার আশপাশে কাউকে দেখা যাচ্ছে না। ছবিটি আপলোড দেওয়া সংবাদকর্মীর নাম ইয়ানুর রহমান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে সার্বক্ষণিক একজন ডাক্তার থাকার কথা, সেখানে তার চেয়ারে বিড়াল শুয়ে আছে-এটা দুঃখজনক। এ অবস্থা যদি একটি স্বাস্থ্যকেন্দ্রের হয়, তাহলে রোগীরা সঠিক চিকিৎসা পাবে কীভাবে? ইয়ানুর রহমান বলেন, গত বৃহস্পতিবার রাত ৯টা ২১ মিনিটে তিনি একজন রোগীকে দেখতে স্বাস্থ্যকেন্দ্রে যান। এ সময় জরুরি বিভাগে বিড়ালের বিচরণ দেখে সেই চিত্রটি তার মুঠোফোনের ক্যামেরায় বন্দী করেন। ওই সময় (রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত) বিচিত্র মল্লিক নামে একজন ডাক্তারের ডিউটি থাকলেও আশপাশে কোথাও তাকে পাওয়া যায়নি। শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউসুফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে মন্তব্য করতে চাননি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!