কুমিল্লায় শিল্প-বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ প্রত্যাশীদের সাথে কুমিল্লা পবিস-২ কর্মকর্তাদের মতবিনিময়।

এম ফিরোজ মিয়া :
কুমিল্লার ৬টি উপজেলার পল্লী বিদ্যুতের শিল্প ও বাণিজ্যিক সংযাগের জন্য আবেদন দাখিলকারীদের সাথে মতবিনিময় সভা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)-২। সোমবার পবিস-২ কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন দাখিলকারীগণ, সমিতির সকল অফিস প্রধান এবং দায়িত্বশীল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম জানান, ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে শিল্প ও বাণিজ্যিক গ্রাহকের জন্য ৫০ কিলোওয়াট পর্যন্ত চাহিদার ক্ষেত্রে বিনামূল্যে ট্রান্সফরমার এবং ট্রান্সফরমার সংশ্লিষ্ট যাবতীয় মালামাল/সরঞ্জামাদি প্রদান করা হবে। এসময় তিনি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও উন্নত গ্রাহকসেবা প্রদান পল্লী বিদ্যুতের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!