মোঃ নাছির আহাম্মেদ :
দেশে এখন চলছে করোনার মহামারী,সেই সাথে মাঠে হাসি ছড়াচ্ছে সোনালী ধান,মাঠে মাঠে পাকা ধান যেন হাসি ছড়ালেও কৃষকের মুখে হাসি নেই কারন শ্রমিক সংকটের কারনে এখন ধান কাটার মৌসুম কৃষকের চাষের ধান পেকে গেলেও ঘরে তুলতে পারছেন না।
করোনাভাইরাস সংক্রমণের কারণে শ্রমিক নাপেয়ে অনেকে পাকা ধান কেটে ঘরে তুলতে পারছেন না। মাঠে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা কোন উপায় খুজে পাচ্ছেন না লালমাই এর কৃষকরা। এমন অবস্থায় তরুণ ছাত্র/যুবকদের এই সকল মেহনতী কৃষকদের পাকা ধান ঘরে তুলতে তাদের পাশে দাড়ানোর আহব্বান করেছেন লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা ইয়াসির আরাফাত।
তরুনদের উদ্দ্যেশ্য করে উপজেলা নির্বাহি কর্মকর্তা ইয়াসির আরাফাত বলেন, আমাদের খাদ্যযোগানদাতা মেহনতি কৃষকদের পাশে দাঁড়ানোর এখনি সময়, আপনাদের নিকট সবিনয় অনুরোধ আপনার আশেপাশের কৃষকদের পাকা ধান সামাজিক দুরুত্ব নিয়ম যথাযথভাবে পালন করে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ধান কেটে ঘরে তুলতে সহযোগিতা করুন, উপজেলা নির্বাহী অফিসার, লালমাই আপনাদের পাশে থেকে কৃষকদের ধান কাটতে সক্রিয় অংশগ্রহন করবেন।
এই বছর লালমাই উপজেলায় ধান উৎপাদনে বড় ধরনের কোন ক্ষতি না হওয়ায় গত বছরের ছেয়ে এইবার ধানের ফলন বেশীর আশা করছেন উপজেলার প্রান্তিক কৃষকরা। তারা বলেন, ধানের ফলন ভাল হলেও শ্রমিক সংকট নিয়ে কিছুটা চিন্তায় আছি,শ্রমিক সংকট কাটিয়ে আমরা আশা করি দ্রুত সময়ে আমরা পাকা ধান ঘরে তুলতে পারব।