দেলোয়ার হোসেন জাকির।।
কুমিল্লায় ওএমএস এর চাল বিক্রয়ের কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। মঙ্গলবার সকালে কুমিল্লা হাইস্কুলে এ ওএমএস কর্মসূচীর উদ্বোধন করা হয়।
খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ওএমএস এর মাধ্যমে সরকারের দেয়া এ চাল কার্ডধারীদের মাঝে ১০ টাকা করে দেয়া হবে। ৫ নং ওয়ার্ডে ১০ টাকা কেজি দরে প্রতি জনকে ২০ কেজি করে ৩৬৫ জনকে দেয়া হবে এ ওএমএস এর চাল।
এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, সরকারের দেয়া খাদ্য সহয়তা মানুষ যাতে সঠিক ভাবে পায় এ দিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। তিনি করোনাভাইরাস প্রতিরোধে সকলকে নিয়ম মেনে প্রয়োজনিয় সুরক্ষা মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান।
ওএমএস এর চাল বিক্রয়ের কার্যক্রমের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সৈয়দ রায়হান আহাম্মেদ, কুমিল্লা মহানগর একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মিঠু, কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মকর্তা বৃন্দ।