ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব দেবিদ্বার (ডুসাড) উদ্যোগে অস্বচ্ছল শিক্ষার্থীদের পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

মো: আকতার হোসেন (রবিন) :

বৈশি^ক মহামারি করোনা পরিস্থিতি মোকাবেলায় ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব দেবিদ্বার (ডুসাড) এর উদ্দ্যোগে দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মুন্সীর সহযোগীতায় ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অস্বচ্ছল শিক্ষার্থীদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ‘‘প্রীতি উপহার” দেয়া অব্যাহত রেখেছে ডুসাড। খাদ্য সামগ্রী উপহারের মাঝে রয়েছে চাল, ডাল, তেল, সেমাই, চিনি, লবন, আলু,আটা।

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব দেবিদ্বার (ডুসাড) এর সভাপতি ফাহাদ বিন আব্দুল হাকিম বলেন, করোনা ভাইরাসের প্রভাবে সারা দেশের ন্যায় আমাদের দেবিদ্বার উপজেলার মানুষের জীবন যাত্রা থমকে গেছে, করোনার প্রভাবে বন্ধ হয়ে গেছে অনেকের আয় রোজগার, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারেরা এ সমস্যার সম্মুখীন হচ্ছে বেশী। এর মধ্যে থেকে আমরা ঢাকা দেবিদ্বার এর স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মুন্সীর পক্ষ থেকে “প্রীতি উপহার” হিসেবে এসব খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত রেখেছি। আমরা ২য় দফায় আজ এ খাদ্য সামগ্রী উপহার প্রদান করেছি। ভবিষৎতেও আমাদের এ ধরনের উদ্দ্যোগ অব্যাহত থাকবে।

এছাড়া, ক্যাম্পাসের অনেক শিক্ষার্থী রয়েছেন যারা কষ্টে মানবেতর জীবনযাপন করছে, তবে চক্ষুলজ্জায় কিছু বলতে পারছে না। তাদের পরিচয় গোপন রেখে আমরা নানাভাবে আর্থিক সহযোগীতা করে যাচ্ছি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!