নিজস্ব প্রতিবেদক।।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যু ঝুঁকির কথা বিবেচনায় রেখে ১৭ মে থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সদর দক্ষিণের সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ প্রদান করে গণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রবিবার করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন। তবে পূর্বের নির্দেশনা অনুযায়ী শর্ত সাপেক্ষে নির্দিষ্ট সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কাচা বাজার,মুদি দোকান,ঔষধ দোকান,শিশু খাদ্য,ইফতার সামগ্রী,কৃষি পণ্যসহ নিত্য প্রয়োজনীয় দোকান খোলা রাখা যাবে।