রকিবুল হাসান রকি ।। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোহনপুর প্রকাশ শিকারপুর গ্রামে পল্লী বিদ্যুৎ-৪ এর বিদ্যুৎ লাইন নির্মানের জন্য ক্রেন বহনকারী একটি লরি পুকুরে পরে হেদায়েত উল্লাহ নামের এক শ্রমিক নিহত হয়েছে।
এ ঘটনায় অন্তত আরো ১০/১২ শ্রমিক আহত হয়।নিহত হেদায়েত উল্লাহ বারপাড়া ইউনিয়নের ছনগাঁও গ্রামের বাসিন্দা। জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় ফাহিম কনস্ট্রাকশন নামের পল্লী বিদ্যুৎতের ঠিকাদার প্রতিষ্ঠানের ক্রেন বহনকারী একটি লরি ১২/১৪ শ্রমিক নিয়ে রেল লাইনের কাজে যাওয়ার পথে শিকারপুর গ্রামে একটি পুকুরে উল্টিয়ে পরে যায়।
এ সময় অল্পের জন্য ১০/১২ জন শ্রমিক প্রানে রক্ষা পেলেও হেদায়েত উল্লাহ নামের এক শ্রমিক লরির নিচে চাপা পরে মারা যায়। সদর দক্ষিণ ফায়ার সার্ভিস টিম দীর্ঘ চার ঘন্টা যাবত লাশ ও লরি উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা হাজী আব্দুল মমিন বলেন, লরি খাদে পরার খবর শুনে স্থানীয়রা সাধ্যানুযায়ী শ্রমিকদের উদ্ধার কাজে সহযোগিতা করি।
এ ব্যাপারে বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মেদ জানান,খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে প্রশাসনকে সহযোগিতা করি।
এ ব্যাপারে বেলা এগারোটায় সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম পিপিএম জানান,লাশ উদ্ধার কাজ চলছে।