স্বকৃত গালিব,কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) এর প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আহসান হাবিব ও তাঁর স্ত্রী ব্র্যাক কর্মকর্তা নাজনীন আকতারের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (০৪ জুন) চান্দিনা উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো নমুনার রিপোর্টে তাদের করোনা পজেটিভ হয়।
করোনা শনাক্ত হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সাবেক এই শিক্ষার্থী ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান।
এসময় তিনি বলেন, ‘আমি ও নাজনীন (আমার জীবনসঙ্গিনী), দুজনই করোনা পজিটিভ শনাক্ত হয়েছি। শারীরিক ও মানসিকভাবে আমরা দুইজনই তুলনামূলক ভাল আছি। সবার কাছে বিনীতভাবে ক্ষমা ও দোয়া চাই। যেন আল্লাহ নেক হায়াত দান করেন৷ আর হায়াতের বরাদ্দ ফুরিয়ে গেলে যেন পরকালীন নাজাত দান করেন।’
সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের করোনা শনাক্ত হওয়ার সংগঠনের পক্ষ থেকে কুবিসাস পরিবারের পক্ষ থেকে তাদের উভয়ের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। সাথে সবার কাছে দোয়া করতে বলা হয়েছে।
বর্তমানে তারা দু’জন কুমিল্লা বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।