সাইফুল ইসলাম ফয়সাল : কুমিল্লার বরুড়ায় প্রবাস ফেরত যুবকের উপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করেছে একদল দুর্বৃত্ত। গত রোববার উপজেলার ঝলম ইউনিয়নের ঝলম বাজারে এ ঘটনা ঘটে। এসময় ওই যুবকের হাতের রগ কেটে গেছে ধারালো কুড়ালের কোপে।
সোমবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার হাতের অপারেশন করা হয়েছে। এ ঘটনায় আহত যুবক মেহেদী হাসানের পিতা মো. আঃ সাত্তার বাদী হয়ে বরুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, উপজেলার ঝলম ইউনিয়নের খলারপাড় গ্রামের আঃ সাত্তারের ছেলে মেহেদী হাসান ৪ মাস পূর্বে দেশে আসেন।
পূর্ব শত্রুতার জেরে একই ইউনিয়নের কানাইল গ্রামের ৭-৮ জনের একদল দুর্বৃত্ত মেহেদী হাসান দেশে আসার পর থেকেই তাকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিতে থাকে। গত রোববার ঝলম বাজারের কুমিল্লাগামী বলাকা বাস স্ট্যান্ডে মেহেদী হাসানের উপর হামলা চালায়।
এসময় ধারালো অস্ত্রের আঘাতে মেহেদী হাসানের হাতের রগ কেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সোমবার তার হাতে অপারেশন করে রগে জোড়া দেওয়া হয়েছে। হামলার সময় তার সাথে থাক, মোবাইলফোনসহ নগদ অর্থ লুটে নেয় দুর্বৃত্তরা।
এ ঘটনার বিচার চেয়ে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন আহত মেহেদী হাসান ও তার পরিবার।
ঘটনার বিষয়ে বরুড়া থানার ওসি সত্যজিত বড়ুয়া জানান, ঘটনার পর উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবেও বলে জানান তিনি।