প্রেস বিজ্ঞপ্তিঃ
কুমিল্লা জেলার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে হানিফ পরিবহনের বাসচালককে ১৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে র্যাব।
গোপন তথ্যের ভিত্তিতে আলেখারচর বিশ্বরোড এলাকায় শনিবার (১১ জুলাই) ভোরে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে হানিফ পরিবহনের বাসে লুকিয়ে ইয়াবা পাচারকালে উক্ত মাদক ব্যবসায়ী মোঃ আইয়ূব আলী (৫০)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মোঃ আইয়ূব আলী চট্রগ্রাম জেলার লোহাগাড়া থানার পদুয়া গ্রামের মৃত সালেহ আহমেদের ছেলে।
এ সময় তার কাছ থেকে সর্বমোট ১৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হানিফ পরিবহনের বাসটিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।