মাজহারুল ইসলাম বাপ্পি।।
আমরা কুমিল্লার সন্তান হোয়াটস এ্যাপ গ্রুপের উদ্যোগে সমাজের অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও টিউবওয়েল প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে (২৬ নভেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের সিন্দুয়া চৌমুহনীতে আমরা “কুমিল্লার সন্তান হোয়াটস এ্যাপ গ্রুপ” কার্যালয়ে এ সহায়তা প্রদান করে সংগঠনটি।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো, গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো এবং শুদ্ধ সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে গঠিত “আমরা কুমিল্লার সন্তান হোয়াটস এ্যাপ গ্রুপ” ২০১৬ সাল থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত সমাজের গরিব অসহায় মানুষের মাঝে চিকিৎসা বাবদ নগদ অর্থ, ঘরের টিন, টিউবওয়েল ও অন্যান্য সহায়তাসহ ৫৪ লাখ টাকা অনুদান প্রদান করে সংগঠনটি।
শুক্রবার সহায়তা প্রদান অনুষ্ঠানে “আমরা কুমিল্লার সন্তান হোয়াটস এ্যাপ গ্রুপ” এর সহ-সভাপতি হাজী আহসান হাবিব দুলাল এর সভাপতিত্বে ও সিনিয়র সদস্য সালাউদ্দিন এর সঞ্চালনায় অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমরা কুমিল্লার সন্তান (হোয়াটস এ্যাপ গ্রুপ) এর সাবেক সভাপতি শেখ জামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমরা কুমিল্লার সন্তান (হোয়াটস এ্যাপ গ্রুপ) এর অর্থ বিষয়ক সম্পাদক মনজুর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার সন্তান (হোয়াটস এ্যাপ গ্রুপ) এর সাবেক সভাপতি তফাজ্জল চৌধুরী, সহ- সভাপতি দিদার মজুমদার, সদস্য জুয়েল রানা, লুৎফুর রহমান, মুজাম্মেল হক, বিল্লাল হোসেন, সুমন মজুমদার, জহিরুল ইসলাম চৌধুরী।
যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজ এই সংগঠনটি সু-প্রতিষ্ঠিত, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বক্তারা। অনুষ্ঠানে আমরা কুমিল্লার সন্তান (হোয়াটস এ্যাপ গ্রুপ) এর সকল সদস্যদের জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য, উক্ত সংগঠনের সাবেক সভাপতিগণ ছিলেন লিটন মজুমদার, শেখ জামাল, মোবারক হোসেন, তফাজ্জল হোসেন চৌধুরী এবং বর্তমান সভাপতির দায়িত্বে আছেন আবুল কালাম। এ সংগঠনের প্রতিষ্ঠাতা আজাদ বিন আশ্রাফ।