আওয়ামীগের রাজনীতিতে ত্যাগী নেতা ছিলেন আবু তাহের ভাই – আবুল হাসেম খান এমপি

কুমিল্লা উত্তর প্রতিনিধি :

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রয়াত আবু তাহের ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় গত বছর শারীরিক অসুস্থ্যতার কারণে মৃত্যুবরণ করেন।

সাংসদ এডভোকেট আবুল হাসেম খান এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আবু তাহের ভাই আওয়ামী লীগের একনিষ্ঠ নেতা ছিলেন। কীর্তিমানের মৃত্যু নাই। তাহের ভাইয়ের মৃত্যু হয়নি। তিনি ব্রাহ্মণপাড়ার মানুষের হৃদয়ে বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে ত্যাগী নেতা হিসেবে চির-পরিচিত মুখ। আমি ব্রাহ্মণপাড়ায় আওয়ামীলীগের রাজনীতিতে পরিবর্তন আনতে চাই। আপনাদের সহযোগিতায় ব্রাহ্মণপাড়া আওয়ামীলীগকে এক প্ল্যাটফর্মে এনে দাঁড় করাতে চাই।

আলোচনা ও দোয়া অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহেরের সভাপতিত্বে ও ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং ব্রাহ্মণপাড়া সংসদীয় আসনের সাংসদ এডভোকেট আবুল হাসেম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা, এডভোকেট সিদ্দিকুর রহমান, সৈয়দ আবদুল কাফী, এডভোকেট আবদুল বারী, এডভোকেট গোলাম ফারুক, আবদুল মমিন ফেরদৌস, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, বিএমএ সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, বপেকস সভাপতি মাহবুব হোসেন, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আল-আমীন, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ পিজিউল আলম, অধ্যক্ষ জয়নাল আবেদীন, অধ্যক্ষ হুমায়ন কবির, এডভোকেট জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা ও বুড়িচং থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন।

উপস্থিত ছিলেন, কুমিল্লা দঃ জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক শাহ আলম, ব্রাহ্মণপাড়া উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মনির হোসেন চৌধুরী, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম খোকন, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউল আলম, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা সারোয়ার খান, চান্দলা ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন,

মালাপাড়া ইউপি চেয়ারম্যান একেএম আজাদ ভূঁইয়া, শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাস্টার, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান রিপন ভূঁইয়া, সিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন মোহাম্মদ, ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক সুলতান আহমদ,

কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, মল্লিকা গ্রুপের চেয়ারম্যান আবু সাইব বাপ্পি, মহিলা আওয়ামী লীগ নেত্রী এডভোকেট শামীমা আক্তার, এডভোকেট শাহীদা আক্তার, তাছলিমা আক্তার, ব্যারিস্টার আল রাকিব অরুপ,ছাত্রলীগের আহবায়ক জাহিদুল হাসান পলাশ,যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মিশনসহ বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!