আদর্শ সদর উপজেলায় ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার :

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিকীর ক্রীড়া কর্মসূচী ২০২০-২১ এর আওতায় কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আদর্শ সদর উপজেলায় মাসব্যাপী এ প্রশিক্ষণকর্মসূচি শুরু হয়।

৭ ডিসেম্বর, সোমবার বিকাল ৪টায় আদর্শ সদর উপজেলার বিবির বাজার উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিসার জানান, দীর্ঘদিন পর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আদর্শ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের অনুর্দ্ধ -১৭ বয়সের বালকদের মধ্য থেকে বাছাইকৃত ৩০ জন ফুটবল প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণ কর্মসুচিতে অংশগ্রহণ করতে পারবে ।

এ প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তিতে প্রশিক্ষণার্থীরা ক্রীড়া পরিদপ্তর আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট সহ বিভিন্ন টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!