সোহাগ মিয়াজী :
কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলার মিয়াবাজারস্থ ফুড প্যালেসে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক মুজিব এমপি।
এসময় সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেন, “আমি মৃত্যুর আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রতি ঋণী। প্রধানমন্ত্রী আমাকে অনেক দিয়েছেন। নেত্রীর কাছে আমার আর কোনো চাওয়া নেই। নেত্রী যদি আমাকে আর কোনো কিছুও না দেয়, তবু আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চিরঋণী। প্রধানমন্ত্রী আমাকে সাতবার নৌকা মার্কার টিকেট দিয়েছেন। তিনবার ফেল করেছি। চারবার পাশ করেছি। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমৃত্যু কৃতজ্ঞ থাকবো।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভুঁইয়া হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি জসীম উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, নবনির্বাচিত পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জি এম মীর হোসেন মীরু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা ও রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এবিএম এ বাহার, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী হোসেন চেয়ারম্যান, জেলা কৃষক লীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মমিনুর রহমান ফটিক, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট আব্দুল মান্নান ভুঁইয়া, উপজেলা যুবলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার।
এছাড়াও বক্তব্য রাখেন, জগন্নাথ দিঘী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জানে আলম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল রিপন, উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, ইউপি চেয়ারম্যান সৈয়দ আহম্মদ ভূঁইয়া খোকন, আলহাজ্ব খলিলুর রহমান মজুমদার, মাহফুজ আলম, কাজী জাফর আহমেদ, ভিপি মাহবুবুর রহমান সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এএসএম শাহিন মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউসার হানিফ সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।