নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা, জেলা ১৪ দলের সমন্বয়ক, শিক্ষানুরাগী অধ্যক্ষ এড. আফজল খান প্রতিষ্ঠিত আফজল খান ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের যশপুর ও তেলকুপিতে পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আফজল খান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।এমপি সীমা জানান, আমার বাবা আফজল খানের নামে প্রতিষ্ঠিত আফজল খান ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের যশপুর ও তেলকুপিতে শোকসভার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে দুর্বৃত্তরা হামলা ও ভাংচুর করেছে। এতে সাধারণ মানুষ আতংকিত হয়ে পড়ে।
এমপি সীমা আরো বলেন, যারা জাতির জনকের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে ভাংচুর করে তারা মানুষের কাতারে পড়ে কিনা তা আমার জানা নেই। তিনি এই হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানান।