নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা নমুনা সংগ্রহ কক্ষে দুই অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ উঠেছে। তারা নিয়মিত সেখানে সহযোগীদের নিয়ে গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন করেন বলে অভিযোগ আছে।
অভিযুক্তরা হলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের অ্যাম্বুলেন্স চালক এনতাজুল হক (৪৮) ও নগরীর একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সের চালক বিপ্লব হোসেন (৫০)।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের কর্মকর্তাদের অভিযোগ, অভিযুক্ত দুইজন অ্যাম্বুলেন্স চালক দীর্ঘদিন ধরে করোনার নমুনার কক্ষে এসে মাদক সেবন করেন। বিভিন্ন সময় তারা সহযোগীদের নিয়ে মাদক সেবন করতে আসেন। হাসপাতালের কর্মকর্তারা নিষেধ করলেও তারা শোনেন না।
রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, ‘এ বিষয়টি এখনও আমি জানি না। তবে এটি সত্য হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’