নিজস্ব প্রতিবেদক। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুন সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা হাফিজ উল্লাহ খোকন। তরুন এ সমাজ সেবক দুবাই প্রবাসে থেকেও দেশের এ ক্রান্তিকালে সমাজের মানুষের সেবায় পিছপা হননি। করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া গ্রামের অসহায় মানুষের মাঝেও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন তিনি। ৩ এপ্রিল শুক্রবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের মথুরাপুর,লালবাগ বাজার,লালবাগ রাস্তার মাথা এলাকা সহ ইউনিয়নের ২৬ টি গ্রামে এবং সুয়াগাজী বাজারে সহ মোট দুই হাজার মানুষের মাঝে মাক্স ও সাবান বিতরণ করা হয়।
পাশাপাশি জনসচেতনতার লক্ষ্যে পুরো এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। মাক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। কুমিল্লা এসডি নিউজ কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন,করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব এখন আতংকে রয়েছে। বাংলাদেশ সরকার সারা দেশ লকডাউন ঘোষণা করেছে।ফলে দেশের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে।সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামীলীগ সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছে। অনেকে ব্যক্তি উদ্যোগেও মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।হাফিজ উল্লাহ খোকন তাদের মধ্যে অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমাজের বৃত্তবানদের হাফিজ উল্লাহ খোকনের মতো এগিয়ে আসার আহবান জানিয়েছেন গোলাম সারওয়ার। এ সময় সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক,উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক হাজী আবুল মমিন, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক ও পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এ আউয়াল,উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মাস্টার, সদস্য গোলাম মর্তুজা সর্দার,আওয়ামীলীগ নেতা মোঃ বাচ্চু মিয়া, ডাঃ কাজী ফজল মেম্বার, দেলোয়ার মেম্বার,উপজেলা ষুবলীগের সিনিয়র সদস্য মমিনুল ইসলাম লিটন,সেচ্ছাসেবকলীগ নেতা জাফর আহম্মেদ,যুবলীগ নেতা ফারুক হাজারী, বিল্লাল হোসেন,হাজী সোহেল রানা,হুমায়ন,এমদাদ,রবিউল, কুদ্দুস,হারিছ,ছাত্রলীগ নেতা হাসান,মনির,সাদ্দাম,নাহিদ,মিঠু,রাজিব,পলাশ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।