কুবির পদার্থবিজ্ঞান বিভাগে নতুন চেয়ারম্যান জুলহাস মিয়া

স্বকৃত গালিব,কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়া। গত রবিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগীয় প্রধান হিসেবে ড. সজল চন্দ্র মজুমদার এর মেয়াদ পূর্ণ হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ধারা ২৪(৩) মোতাবেক উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়াকে বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করা হল। এই আদেশটি জুনের ১৭ তারিখ হইতে কার্যকর হবে।

আইন অনুযায়ী ড. মোহাম্মদ জুলহাস মিয়া আদেশ কার্যকরের দিন থেকে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন। প্রসঙ্গত ড. মুহাম্মদ জুলহাস মিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!