নিজস্ব প্রতিবেদক।।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা ও মহানগরীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) কুমিল্লার রতনপুরস্থ একটি কনফারেন্স রুমে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল কাইয়ুম।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নজির আহম্মদ এর সভাপতিত্বে ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান জিহাদী’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, নগর জমিয়ত সহ-সভাপতি মাওলানা নুরুল হক সিরাজী, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা জসিম উদ্দিন বিজয়পুরী, সাংগঠনিক সম্পাদক হাফেজ বোরহান, যুব সম্পাদক হাফেজ আমান শাহ, জমিয়ত নেতা মাওলানা জাহিদ আল হাবিব সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।