কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তিতে মোট আসনের অর্ধেকই খালি

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৪০ আসনের বিপরীতে প্রথম ধাপে ৫০৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এতে মোট আসন খালি রয়েছে ৫৩৩টি। দ্বিতীয় দফায় মেধাতালিকা প্রকাশ করবে আগামীকাল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, এ ইউনিটের ৩৫০ টি আসনের বিপরীতে ভর্তি হয়েছে ১৮৬ জন। আসন খালি রয়েছে ১৬৩টি। কোটাতে খালি রয়েছে ১৩টি আসন। বি ইউনিটের ৪৫০ টি আসনের বিপরীতে ভর্তি হয়েছে ১৭৯ জন। আসন খালি রয়েছে ২৭১ টি। কোটাতে খালি রয়েছে ১৪ টি। সি ইউনিটে ২৪০ টি আসনের বিপরীতে ভর্তি হয়েছে ১৪১ জন। এতে মোট আসন খালি রয়েছে ৯৯ টি। কোটাতে খালি রয়েছে ৬ টি আসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রধান ড. এম এম শরীফুল করীম বলেন, ‘ইতোমধ্যে মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে। ১০ জানুয়ারী দ্বিতীয় মেরিট লিষ্টের ফলাফল প্রকাশ করা হবে। মোট আসনের চাইতে চারগুণ শিক্ষার্থীকে ভাইবার জন্য ডাকা হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (অতিরিক্ত দ্বায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘আগামীকাল মাইগ্রেশনের ভর্তি শুরু হচ্ছে। ১১ জানুয়ারী পর্যন্ত এ ভর্তি চলবে। এতে দ্বিতীয় সাক্ষাৎকার চলবে ১৬-১৭ জানুয়ারী, দ্বিতীয় সাক্ষাৎকারের ভিত্তিতে ভর্তি শুরু হবে ১৮-১৯ জানুয়ারী, ক্লাস শুরু জানুয়ারী ২৬।’

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!