নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের উদ্যেগে সাড়ে চার হাজার কর্মহীন ও হতদরিদ্র পরিবারকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। প্রতি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৪ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি সেমাই, ১ কেজি চিনিসহ ১৭ কেজি করে ৩৬ লাখ টাকা ব্যয়ে মোট ৭৭ টন ঈদ সামগ্রী বিতরন করা হয়।
বুধবার (২০ মে) দুপুরে এ উপলক্ষে নগরীর জিমনেশিয়ামে আয়োজিত খাদ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর,উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল,মহিলা ভাইস-চেয়ারম্যান হোসনেয়ারা বেগম বকুল। এসময় উপজেলার আওতাধীন ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ,উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি বলেন, কুমিল্লা-৬ নির্বাচনী এলাকায় জেলা প্রশাসকের মাধ্যেমে ৭০থেকে ৮০ মেট্রিকটন সকোরি খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। আমার ব্যক্তিগত উদ্যেগে এ পর্যন্ত ১৬ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। আসন্ন ঈদকে সামনে রেখে আমার অস্বচ্ছল ও কর্মহীন কর্মীদের মাঝে ২/১ দিনে মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হবে। করোনা প্রাদুভার্বের শুরুতে ঘোষনা দিয়েছি আমার কুমিল্লার একজন লোকও অভুক্ত থাকবে না। ইনশাল্লাহ আমাদের সকলের প্রচেষ্ঠায় কুমিল্লায় কোন খাদ্য সংকট নেই।
তিনি আরো বলেন, দেশ কখন করোনামুক্ত হবে আমরা কেউই জানিনা। করোনাও থাকবে, আমরাও থাকব ধরে নিয়েই আমাদেরকে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজেকে সুরক্ষিত রেখে চলতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল বলেন, আদর্শ সদর উপজেলার ৬ ইউনিয়নের সাড়ে চার হাজার কর্মহীন ও হতদরিদ্র পরিবাকে ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছি। এতে উপজেলা পরিষদের প্রায় ৩৬ লাখ টাকা খরচ হয়েছে। এছাড়া করোনা প্রাদূর্ভাবের শুরুতে আমার ব্যক্তিগত উদ্যেগে উপজেলার ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছি। এছাড়া কর্মহীন হয়ে পড়া নিম্মমধ্যবৃত্ত শ্রেনি বিভিন্ন পেশার লোক বিভিন্ন সময় ফোন করে খাদ্য সহায়তা চেয়েছে এমন প্রায় ৫শ লোকের বাড়িতে আমি ব্যক্তিগত উদ্যেগে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি।