প্রেস বিজ্ঞপ্তি।।
কুমিল্লা সদর দক্ষিণে অটো রিক্সা চুরির ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) খাদেমুল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর দক্ষিণ মডেল থানা সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র)/মোঃ মামুন মিয়া, সঙ্গীয় অফিসার এসআই (নিঃ)/মোঃ মাহামুদুল ইসলাম, এসআই (নিঃ)/মোঃ জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় ফোর্স কং/১৪৮১ মোঃ জামাল উদ্দিন, কং/১৪৩৯ মোঃ সিদ্দিকুর রহমান, সদর দক্ষিণ মডেল থানা, কুমিল্লাদের নিয়া থানায় ব্যাটারী চালিত অটোরিক্সা চুরি সংক্রান্তে অভিযোগ দায়ের কারী মোঃ নজির আহাম্মেদ (৪০), পিতা-মোঃ আবুল হাশেম, সাং-কাজীপাড়া, পোঃ রাজাপাড়া, থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লা এর চালিত অটোরিক্সা চুরির ঘটনার বিষয়টি সরেজমিনে তদন্ত ও চোরাই ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধারের লক্ষ্যে সদর দক্ষিণ মডেল থানার জিডি নং-১৪৭০, তাং-২৮/১১/২০২৩ইং মূলে সঙ্গীয় উল্লেখিত অফিসার ও ফোর্সসহ পুলিশ পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বিন আবেদ, সদর দক্ষিণ মডেল থানা, কুমিল্লা এর নেতৃত্বে থানা এলাকায় অভিযান পরিচালনার উদ্দেশ্যে রওয়ানা করিয়া ২৮/১১/২০২৩ইং তারিখ রাত অনুমান ২২.১০ ঘটিকার সময় সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় ব্যক্তি একটি চোরাই ব্যাটারী চালিত অটোরিক্সা বিক্রয়ের উদ্দেশ্যে সদর দক্ষিণ মডেল থানাধীন কচুয়া চৌমুহুনী সাকিনে কচুয়া চৌমুহুনী বায়তুল আমান জামে মসজিদ এর সামনে রাস্তায় অবস্থান করিতেছে। তাৎক্ষনিক অফিসার ইনচার্জ সদর দক্ষিণ মডেল থানা, কুমিল্লা’কে অবহিত করিয়া পুলিশ পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বিন আবেদ, সদর দক্ষিণ মডেল থানা, কুমিল্লা এর নেতৃত্বে ২৮/১১/২০২৩ইং তারিখ ২২.২৫ ঘটিকার সময় ঘটনাস্থল দক্ষিণ মডেল থানাধীন কচুয়া সাকিনস্থ কচুয়া চৌমুহুনী বায়তুল আমান জামে মসজিদ এর সামনে রাস্তার উপর হইতে একটি কালো ও লাল রংয়ের অটোরিক্সা, যাহার সীটে ইংরেজীতে DYNAMIC লেখা আছে, যাহার মূল্য অনুমান-১,৫০,০০০/-টাকা সহ আসামী মোঃ সোহেল রানা (৩৫), জনি (২৯), এবং মোঃ ইয়াছিন হোসেন (২৫) কে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হইতে ব্যাটারী চালিত একটি কালো ও লাল রংয়ের অটোরিক্সা, যাহার মূল্য অনুমান-১,৫০,০০০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন। আটককৃত আসামীদের নিকট ব্যাটারী চালিত অটোরিক্সার মালিকানা যাচাই সংক্রান্ত উপর্যুক্ত কাগজপত্র উপস্থাপন করিতে বলিলে তাহারা কোন প্রকার কাগজপত্র উপস্থাপন করিতে পারে নাই। ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত ১নং হইতে ৩নং আসামীগন তাদের হেফাজতে থাকা ব্যাটারী চালিত অটোরিক্সা টি তারা চুরি করিয়াছে উক্ত চোরাই ব্যাটারী চালিত অটোরিক্সাটি এজাহার নামীয় ৪নং আসামী মোঃ কামাল হোসেন (৪৪) এর নিকট বিক্রয় করার উদ্দেশ্যে বর্নিত ঘটনাস্থলে অবস্থান করিতেছিল মর্মে স্বীকার করে। পরবর্তীতে আসামীদের দেওয়া তথ্য মতে ২৮/১১/২০২৩ইং তারিখ ২৩.৩৫ ঘটিকার সময় সদর দক্ষিণ থানাধীন জাঙ্গালিয়া বাস স্টেশন এলাকা হইতে এজাহার নামীয় ৪নং আসামী মোঃ কামাল হোসেন (৪৪) কে গ্রেফতার করেন। মোঃ কামাল হোসেন (৪৪) কে আটক করিয়া চোরাই অটোরিক্সা উদ্ধারের লক্ষ্যে তাহাকে ব্যাপক জিজ্ঞাবাদে জানায় যে, সে বিভিন্ন চোরদের নিকট হইতে ক্রয়কৃত বেশ কয়েকটি ব্যাটারী চালিত অটোরিক্সা নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকার নুর মোহাম্মদ @ রিপন মিয়া এর নিকট বিক্রয় করে মর্মে জানায়। অতঃপর এসআই (নিরস্ত্র)/মোঃ মামুন মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পুলিশ পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বিন আবেদ, সদর দক্ষিণ মডেল থানা, কুমিল্লা এর নেতৃত্বে এজাহার নামীয় ৫নং আসামী নুর মোহাম্মদ @ রিপন মিয়া (৪০) কে গ্রেফতার ও চোরাই বিভিন্ন ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধারের লক্ষ্যে ২৯/১১/২০২৩ইং তারিখ রাত অনুমান ০২.১০ ঘটিকার সময় নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন কাদরা সাকিনে যাইয়া এজাহার নামীয় ৫নং আসামী নুর মোহাম্মদ @ রিপন মিয়া (৪০) কে গ্রেফতার করেন। এজাহার নামীয় ৫নং আসামী নুর মোহাম্মদ @ রিপন মিয়া (৪০)’কে গ্রেফতার পূর্বক তাহার মালিকানাধীন মসলার দোকানের ভিতর অভিযান পরিচালনা করিয়া ক) একটি লাল ও কমলা রংয়ের ব্যাটারী চালিত অটোরিক্সা, যাহার সিটে ইংরেজীতে DOWEDOলেখা আছে, মূল্য অনুমান-১,৫০,০০০/- টাকা, খ) একটি নীল রংয়ের একটি অটোরিক্সা, যাহার সীটে ইংরেজীতে DYNAMIC লেখা আছে, যাহার মূল্য অনুমান-১,৫০,০০০/-টাকা, গ) একটি নীল রংয়ের ব্যাটারী চালিত রিক্সা, যাহার বডিতে ইংরেজীতে AL-MODINAলেখা আছে, যাহার মূল্য অনুমান-১,০০,০০০/-টাকা, ঘ) একটি লাল রংয়ের অটোরিক্সা, যাহার বডিতে ইংরেজীতে SANDI লেখা আছে, মূল্য অনুমান-১,০০,০০০/- টাকা, ঙ) তিন টি নীল রংয়ের মিশুক রিক্সা, যাহার মূল্য অনুমান ৩,০০,০০০/-টাকা উদ্ধার পূর্বক ২৯/১১/২০২৩ইং তারিখ রাত ০২.৫০ ঘটিকার সময় পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ সোহেল রানা(৩৫), পিতা-আবুল কাশেম , মাতা-স্বপ্না বেগম ,গ্রাম- গঙ্গানগর (মনজিল মিয়ার বাড়ী, পোঃ গুনাইঘর) , থানা- দেবীদ্বার, জেলা -কুমিল্লা,
২. জনি(২৯), পিতা-জসিম উদ্দিন, মাতা-পান্না বেগম, স্বামী/স্ত্রীআমেনা বেগম , গ্রাম- দুলালপুর (পোঃ দুলালপুর) , থানা- ব্রাহ্মনপাড়া, জেলা -কুমিল্লা,
৩. মোঃ ইয়াছিন হোসেন(২৫), পিতা-মফিজ মিয়া , মাতা-কমলা বেগম, , স্ত্রীতাহমিনা আক্তার ,গ্রাম- হোসেনপুর (পোঃ মহিচাইল) , থানা- চান্দিনা, জেলা -কুমিল্লা,
৪. মোঃ কামাল হোসেন(৪৪), পিতা-মৃত. আসলাম মিয়া , মাতা-ফিরোজা বেগম , স্ত্রী- জান্নাতুল ফেরদৌস ,গ্রাম- দৈয়ারা (পোঃ লাল চাঁদপুর) ,থানা- মনোহরগঞ্জ, জেলা -কুমিল্লা,
৫. নুর মোহাম্মদ @ রিপন মিয়া (৪০), পিতা-মৃত. রুস্তম আলী , মাতা-হোসনেয়ারা বেগম,স্ত্রী- নাছিমা আক্তার ,গ্রাম- কুতুবপুর (বেপারী বাড়ী , পোঃ কিতিন্নারহাট) , থানা- বেগমগঞ্জ, বর্তমান: গ্রাম- কাদরা(আংশিক) (আরিফুল ইসলাম এর বাড়ী ), থানা- সেনবাগ, জেলা -নোয়াখালী।
উদ্ধার – ক) একটি কালো ও লাল রংয়ের অটোরিক্সা, যাহার সীটে ইংরেজীতে DYNAMIC
খ) একটি লাল ও কমলা রংয়ের ব্যাটারী চালিত অটোরিক্সা, যাহার সিটে ইংরেজীতে DOWEDOলেখা আছে, মূল্য অনুমান-১,৫০,০০০/- টাকা,
গ) একটি নীল রংয়ের একটি অটোরিক্সা, যাহার সীটে ইংরেজীতে DYNAMIC লেখা আছে, যাহার মূল্য অনুমান-১,৫০,০০০/-টাকা,
ঘ) একটি নীল রংয়ের ব্যাটারী চালিত রিক্সা, যাহার বডিতে ইংরেজীতে AL-MODINAলেখা আছে, যাহার মূল্য অনুমান-১,০০,০০০/-টাকা,
ঙ) একটি লাল রংয়ের অটোরিক্সা, যাহার বডিতে ইংরেজীতে SANDI লেখা আছে, মূল্য অনুমান-১,০০,০০০/- টাকা,
চ) তিন টি নীল রংয়ের মিশুক রিক্সা, যাহার মূল্য অনুমান ৩,০০,০০০/-টাকা।
বাদীর এজাহার প্রাপ্তি সাপেক্ষে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার মামলা নং- ৫৩, তারিখঃ ২৯/১১/২০২৩ খ্রিঃ ধারা- ৪১৩ দঃ বিঃ রুজু হয়।