কুমিল্লায় অতিরিক্ত মাদক সেবনে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

অতিরিক্ত মাদক সেবন করায় ভাঙ্গারী ব্যবসায়ী মোঃ শরিফ মিয়া নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার লিল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরিফ মিয়া একজন ভাঙ্গারী ব্যবসায়ী। সে আগে থেকে নেশা করতো। বিভিন্ন সময় নেশা করে পরিবারের সদস্যদের সাথে খারাপ ব্যাবহার করতো। শরীফ গত শুক্রবার প্রচুর পরিমাণ মাদক সেবন করার ফলে বাড়িতে এসে অনেক পেট ব্যাথা হয়। পেটের ব্যাথায় অতিষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে।

পরে পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয় লোকজনের সহযোগিতায় ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে যাবার কিছুক্ষণ পর শরিফের আবারও পেট ব্যথা শুরু হয়। ওই দিন বিকাল ৫ টায় সে মারা যায়।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরন করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে অতিরিক্ত মাদক সেবন করার কারণে তার মৃত্যু হয়েছে। নিহত শরীফের বোন বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!