০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সদর দক্ষিণ ইউএনও’র প্রশংসনীয় উদ্যোগ অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই কুমিল্লা সদর দক্ষিণে সিএনজি উল্টে শিক্ষক নিহত কুমিল্লা সদর দক্ষিণে আশ্রয়ন প্রকল্পে মাদক বিরোধী যৌথ অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লায় চমক দেখালেন মনিরুল হক চৌধুরী কুমিল্লা নামে বিভাগ চেয়ে এবার কাতার প্রবাসীদের স্মারকলিপি প্রদান ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হয়রানির অভিযোগ অভিনেতার পৌর মেয়রসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’, বাতিল হলো ১২৮ জনের গেজেট নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসার আশঙ্কা প্রধান উপদেষ্টার কুমিল্লা সদর দক্ষিণে ঘরের তালা ভেঙে চুরি

কুমিল্লায় যৌথ অভিযানে রিভলবার-এলজি উদ্ধার, গ্রেপ্তার ৪

  • তারিখ : ০৯:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 340

কুমিল্লার তিতাসে রিভলবার, এলজি ও কার্তুজসহ চার নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত থেকে আজ রবিবার ভোর পর্যন্ত উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ ও সেনাবাহিনী।

গ্রেপ্তাররা হলেন শাহপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার (২৯), জসিম উদ্দিনের স্ত্রী আমিনা আক্তার (৩৭), জহিরুল ইসলামের স্ত্রী জোবেদা আক্তার ওরফে ময়না (৩৩) ও আব্দুল কাদিরের স্ত্রী শান্তি বেগম (৬০)।

তিতাস থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত দেড়টার দিকে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে পুলিশের একাধিক দল শাহপুর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি, একটি এলজি বন্দুক, একটি পাইপগান ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তিন নারীকে গ্রেপ্তার করা হয়। 

পরে সেনাবাহিনীর সহায়তায় একই রাতে একই এলাকার আব্দুল কাদিরের বাড়িতে পৃথক অভিযান চালিয়ে ১০টি সিসা কার্তুজ উদ্ধার এবং আরো এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পুলিশের অপর একটি অভিযানে শাহপুর বেপারী বাড়ির পরিত্যক্ত স্থান থেকে একটি পাইপগান ও দুইটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাদের কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে। 

শেয়ার করুন

কুমিল্লায় যৌথ অভিযানে রিভলবার-এলজি উদ্ধার, গ্রেপ্তার ৪

তারিখ : ০৯:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

কুমিল্লার তিতাসে রিভলবার, এলজি ও কার্তুজসহ চার নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত থেকে আজ রবিবার ভোর পর্যন্ত উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ ও সেনাবাহিনী।

গ্রেপ্তাররা হলেন শাহপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার (২৯), জসিম উদ্দিনের স্ত্রী আমিনা আক্তার (৩৭), জহিরুল ইসলামের স্ত্রী জোবেদা আক্তার ওরফে ময়না (৩৩) ও আব্দুল কাদিরের স্ত্রী শান্তি বেগম (৬০)।

তিতাস থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত দেড়টার দিকে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে পুলিশের একাধিক দল শাহপুর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি, একটি এলজি বন্দুক, একটি পাইপগান ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তিন নারীকে গ্রেপ্তার করা হয়। 

পরে সেনাবাহিনীর সহায়তায় একই রাতে একই এলাকার আব্দুল কাদিরের বাড়িতে পৃথক অভিযান চালিয়ে ১০টি সিসা কার্তুজ উদ্ধার এবং আরো এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পুলিশের অপর একটি অভিযানে শাহপুর বেপারী বাড়ির পরিত্যক্ত স্থান থেকে একটি পাইপগান ও দুইটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাদের কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।